সমুদ্রপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করার সময় কক্সবাজারের সেন্টমার্টিন উপকূল থেকে নারী ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (৪ জানুয়ারি) ভোররাতে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে নৌবাহিনীর টহল দল তাদের শনাক্ত করে।
পরে নৌবাহিনীর সদস্যরা অভিযানে নেমে সবাইকে আটক করে।
নৌবাহিনীর মিডিয়া উইং রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক ব্যক্তিরা সমুদ্রপথে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
এসআর
মন্তব্য করুন: