[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ২:৪৪ পিএম

জাতীয় পার্টির একটি অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম

মাহমুদের সংসদ সদস্য পদে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন এই সিদ্ধান্তের কথা জানান।
কর্তৃপক্ষ জানায়, আনিসুল ইসলাম মাহমুদের জমা দেওয়া হলফনামার সঙ্গে সংযুক্ত দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। এই অসঙ্গতির কারণেই তার মনোনয়নপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ জানান, স্বাক্ষরের গরমিল একটি গুরুত্বপূর্ণ ত্রুটি হওয়ায় বিধি অনুযায়ী মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৫ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর