শুল্ক কমানোর দাবি উপেক্ষা করে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির ভেতরে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিটিআরসি ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। বিকেল চারটার দিকে হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ভবনের বিভিন্ন অংশে ইটপাটকেল ছোড়া শুরু হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা কোনো পূর্বঘোষণা ছাড়াই হামলার মতো আচরণ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
ভাঙচুরের ঘটনায় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের কয়েকটি কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় সেখানে নামাজরত অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তবে প্রাথমিকভাবে কেউ আহত হয়েছেন—এমন তথ্য পাওয়া যায়নি।
বিটিআরসির এক কর্মকর্তা জানান, বাইরে কয়েকশ মানুষ জড়ো হয়ে ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় ভেতরে থাকা কর্মীরা নিরাপত্তাহীনতায় পড়েন। অফিস সময় শেষ হলেও পরিস্থিতির কারণে অনেকেই ভবন ছাড়তে পারেননি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: