[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৭ মাঘ ১৪৩২

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ৭:১৯ পিএম

সংগৃহীত ছবি

সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় দেশের সব বিচারপতি অংশ নেন। সভায় পদোন্নতির পাশাপাশি বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা দ্রুতই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর