[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১:৫৮ পিএম

সংগৃহীত ছবি

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় আওয়ামী লীগের আরও পাঁচ নেতাকর্মীও গ্রেপ্তার হন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ডিবির একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান।

তিনি জানান, শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় সাবেক সচিব শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আজই আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর