জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে সাহেদ আলীসহ ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৩ জনের অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত প্রতিবেদনে পিবিআই উল্লেখ করেছে, মামলায় যাদের আহত হিসেবে দেখানো হয়েছে, তাদের খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি অভিযোগপত্রে একাধিক তথ্যগত অসঙ্গতি ও ভুল পাওয়া গেছে। এসব কারণ দেখিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদনে অভিযুক্তদের অব্যাহতির সুপারিশ করা হয়।
গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার।
এসআর
মন্তব্য করুন: