পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদলের তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন, যা রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকমে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই বিভাগের আরেক ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
এছাড়া সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার পদে, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ নুরকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদর দপ্তরের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় এ রদবদল কার্যকর করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: