ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র
প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা বিপুল পরিমাণ অর্থ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সিআইডি পুলিশের আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার ৫৩টি ব্যাংক হিসাবে জমা থাকা মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনে অস্বাভাবিকতা পাওয়া গেছে। এসব লেনদেনের সঙ্গে খুন, সন্ত্রাসী কার্যক্রম ও অর্থ জোগানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এসব হিসাব সাময়িকভাবে ফ্রিজ করা প্রয়োজন বলে আদালতে উল্লেখ করা হয়।
আদালতে দাখিল করা আবেদনে আরও বলা হয়, তদন্ত শেষ হওয়ার আগেই অর্থ সরিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। তাই আইন অনুযায়ী এসব হিসাব জব্দ করা জরুরি হয়ে পড়ে।
এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ১১ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে ফয়সালের বাবা-মা, স্ত্রী, ঘনিষ্ঠ আত্মীয় ও সহযোগীরাও রয়েছেন। অন্যদিকে কয়েকজন আসামি এখনও পলাতক।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
প্রথমে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হলেও পরবর্তীতে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। তদন্তে অভিযোগ উঠে, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: