ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ
বলেছেন, বিচার ব্যবস্থার উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সাংবাদিকরা সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন।
রোববার (৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আদালতের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সিদ্ধান্ত সম্পর্কে সাধারণ মানুষ মূলত গণমাধ্যমের মাধ্যমেই অবগত হয়। সে কারণে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি বলেন, সংবাদ পরিবেশনের ফলে যেন কোনো ব্যক্তি অযাচিতভাবে ‘মিডিয়া ট্রায়াল’-এর শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে আদালতে উত্থাপিত প্রতিটি বক্তব্য বা আইনজীবীদের সব যুক্তি সংবাদে উপস্থাপনযোগ্য নয়—এ বিষয়েও সাংবাদিকদের বিচক্ষণতা প্রয়োজন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: