[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

বিদ্যুৎ উৎপাদন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)–নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)।

প্রতিষ্ঠানটি কেমিক্যাল বিভাগে দুটি গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল) পদে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আকর্ষণীয় বেতন কাঠামোর পাশাপাশি বিভিন্ন সুযোগ–সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত


১. ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৬
মূল বেতন: ৭০,০০০ টাকা
বাড়িভাড়া: মূল বেতনের ৫৫%
প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০% (সাইট অফিসের ক্ষেত্রে প্রযোজ্য)
যাতায়াত ভাতা: ৪,০০০ টাকা
চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০%
অন্যান্য সুবিধা: বছরে দুইটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইন্স্যুরেন্স
শিক্ষাগত যোগ্যতা:
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অথবা রসায়ন/ফলিত রসায়নে বিএসসি (অনার্স) বা এমএসসি। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।


অভিজ্ঞতা:
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত ২ বছর বিদ্যুৎ উৎপাদন সংস্থায় কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
বয়সসীমা:
৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কেমিক্যাল)
পদসংখ্যা: ১টি
গ্রেড: ৮
মূল বেতন: ৫২,০০০ টাকা
বাড়িভাড়া: মূল বেতনের ৫৫%
প্রজেক্ট ভাতা: মূল বেতনের ২০% (সাইট অফিসের জন্য)


যাতায়াত ভাতা: ৩,৫০০ টাকা
চিকিৎসা ভাতা: মূল বেতনের ১০%
অন্যান্য সুবিধা: দুইটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইন্স্যুরেন্স
শিক্ষাগত যোগ্যতা:
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা রসায়ন/ফলিত রসায়নে বিএসসি (অনার্স) বা এমএসসি। কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
দক্ষতা:
বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে।
বয়সসীমা:
৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদনের ওয়েবসাইট:
https://rnpl.teletalk.com.bd
অথবা www.rnpl.com.bd
আবেদন শুরুর সময়: ৮ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা
আবেদন ফি: ২০০ টাকা (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএসে পরিশোধযোগ্য)
নিয়োগসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর