[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ৪:৪৫ পিএম

ফাইল ছবি

ভারতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকার পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সৌজন্য বজায় রাখার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে, সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কিছু মন্তব্য ও বক্তব্যের বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টি ভারত সরকারের নজরে আনা হয়েছে।

বৈঠকে ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর