[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ভিসা ছাড়াই চীন ভ্রমণের সুযোগ পাচ্ছে ৯ দেশের নাগরিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ১:৫৪ পিএম

ফাইল ছবি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশের বিশেষ সুবিধা চালু করেছে।

শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

আগামী ৪ নভেম্বর থেকে দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, স্লোভাকিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড, অ্যান্ডোরা, মোনাকো ও লিচেনস্টাইনের নাগরিকরা ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবেন।

এই সুবিধার আওতায় তারা চীনে ১৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন এবং ব্যবসা, পর্যটন কিংবা পারিবারিক কাজ সেরে নিতে পারবেন।

এই নতুন ভিসা সুবিধাটি ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত কার্যকর থাকবে। চীন তার অর্থনৈতিক সম্প্রসারণ ও আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধির লক্ষ্য নিয়ে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর