[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ইসলামি শাসনের পতন অনিবার্য, ইরানে ফিরবই: রেজা পাহলভি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৫ এএম

ইরানের সাবেক শাহ মোহম্মদ রেজা শাহ পাহলভির ছেলে ও দেশটির নির্বাসিত ক্রাউন

 প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন অবশ্যম্ভাবী। তিনি দৃঢ় কণ্ঠে জানান, এই পতন শুধু সময়ের ব্যাপার এবং তিনি নিজেও ইরানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত।


শুক্রবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন নিয়ে আর কোনো সংশয় নেই। প্রশ্ন একটাই—এটি কখন ঘটবে। তিনি চলমান সরকারবিরোধী আন্দোলনকে সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন কামনা করেন।


গত প্রায় ২০ দিন ধরে ইরানে টানা বিক্ষোভ চলছে। এই আন্দোলন শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিচ্ছেন রেজা পাহলভি। একই সঙ্গে তিনি আন্দোলনের কৌশল ও দিকনির্দেশনাও তুলে ধরছেন।


রেজা পাহলভি স্মরণ করিয়ে দেন, ১৯৭৮ সালের জানুয়ারিতে সামরিক প্রশিক্ষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি আর ইরানে ফিরতে পারেননি। পরের বছর ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লব সংঘটিত হলে রাজতন্ত্রের পতন ঘটে এবং শাহ পরিবার দেশত্যাগে বাধ্য হয়।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানে ফিরে যাওয়ার বিষয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তাঁর ভাষায়, তিনি অবশ্যই নিজ দেশে ফিরবেন।


আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে রেজা পাহলভি বলেন, ইরানের জনগণ নিজেদের সামর্থ্যের শেষ সীমা পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। এখন বিশ্ববাসীর দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো।

তিনি বিভিন্ন দেশকে ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা, দূতাবাস বন্ধ এবং কূটনীতিক বহিষ্কারের আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর