বাংলাদেশের জন্য ইতিবাচক খবর এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে।
দেশটি বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রি পণ্য ও ডিম আমদানির ক্ষেত্রে আর কোনো নিষেধাজ্ঞা রাখছে না।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্র জানায়, পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এখন থেকে বাংলাদেশ থেকে কুয়েতে হিমায়িত মুরগির মাংস, মাংসজাত পণ্য এবং ডিম রপ্তানিতে আর কোনো বাধা থাকছে না।
এই সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এতে বাংলাদেশের পোল্ট্রি খাত নতুন রপ্তানি সম্ভাবনার মুখ দেখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসআর
মন্তব্য করুন: