নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও অবস্থান পরিবর্তনে রাজি হয়নি বোর্ড। এই প্রেক্ষাপটে বিসিবির সঙ্গে সরাসরি আলোচনার জন্য আজ শনিবার ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল।
তবে আসন্ন বৈঠকেও বিসিবির সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। শুক্রবার বিপিএলের একটি ম্যাচ দেখতে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
মিঠু বলেন, আইসিসির প্রতিনিধি দলের সফরের সার্বিক বিষয়টি বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবগত রয়েছেন। প্রতিনিধি দলের সঙ্গে সভাপতি ও সহ-সভাপতিরা বৈঠকে বসবেন। আলোচনার মাধ্যমে কোনো ইতিবাচক সমাধান আসতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিসিবি পরিচালক আরও জানান, এ বিষয়ে আগে ই-মেইল যোগাযোগ এবং জুম বৈঠক হয়েছে। সর্বশেষ আলোচনার ধারাবাহিকতায় আইসিসি সরাসরি আলোচনার আগ্রহ দেখিয়েছে। তবে বিসিবির অবস্থান আগের মতোই রয়েছে বলে স্পষ্ট করেন তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে মিঠু বলেন, শুধু খেলোয়াড় নয়—সংশ্লিষ্ট সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বোর্ড ও সরকারের অভিন্ন মত হলো, বর্তমান পরিস্থিতিতে সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত নয়। এই বিষয়গুলো নিয়েই আলোচনায় বসা হবে।
তিনি আরও বলেন, আইসিসির প্রতিনিধি দল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও বৈঠক করতে পারে। পুরো বিষয়টি সরাসরি বোর্ড সভাপতি তদারকি করছেন। আলোচনার ফল কী দাঁড়ায়, তা শনিবারের বৈঠকের পরই স্পষ্ট হবে।
এসআর
মন্তব্য করুন: