হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে একটি বিশেষ
উপহারের ব্যাগ হাতে বের হতে দেখা যায় ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। লাল রঙের ব্যাগটিতে সোনালি অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষর ছাপা ছিল।
হোয়াইট হাউস ত্যাগ করার সময় পেনসিলভানিয়া অ্যাভিনিউ পার হয়ে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান মাচাদো। সে সময় তার হাতে ব্যক্তিগত পার্সের পাশাপাশি ওই উপহারের ব্যাগটি স্পষ্টভাবে নজরে আসে।
ব্যাগটিতে কী ছিল—এ বিষয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চেয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে এর আগেই আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিসহ বিভিন্ন সূত্র জানিয়েছে, বৈঠকের সময় মাচাদো প্রেসিডেন্ট ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন।
নিজেই বিষয়টি নিশ্চিত করে মাচাদো বলেন, তিনি সম্মানসূচক হিসেবে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে প্রদান করেছেন।
ট্রাম্পও পদকটি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক পোস্টে তিনি লেখেন, এটি পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি সাক্ষাতের পর মাচাদো একে ভেনেজুয়েলার জনগণের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি কারাকাসে বিশেষ অভিযান চালিয়ে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে নেওয়ার পর ধারণা করা হয়েছিল, যুক্তরাষ্ট্র মাচাদোকে সমর্থন দেবে।
বিশেষ করে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে জয় দাবি করায় তিনি আন্তর্জাতিক সমর্থনের আশায় ছিলেন।
তবে মাদুরোকে সরিয়ে নেওয়ার পরও মাচাদোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন দেননি ট্রাম্প। বরং তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন।
এসআর
মন্তব্য করুন: