সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রায় ৮০০ বিক্ষোভকারীর
মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে তিনি জানান, ইরানের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যেসব বিক্ষোভকারীর আজ (বুধবার) ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, তাদের দণ্ড আপাতত স্থগিত রাখা হয়েছে।
ক্যারোলিন লিভিট আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ধারাবাহিক কূটনৈতিক চাপের ফলেই ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এসআর
মন্তব্য করুন: