[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ২:০২ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশসহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য নতুন করে ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা সামাজিক সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন- সেসব দেশের নাগরিকদের ভিসা প্রদানে কঠোরতা আরোপ করা হচ্ছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন আপাতত গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।


ফক্স নিউজ জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ওই ৭৫টি দেশের কনস্যুলার দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ভিসা প্রদানের বর্তমান যাচাই-বাছাই পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা হবে এবং এই সময়ে এসব দেশের নাগরিকদের আবেদন অধিকাংশ ক্ষেত্রে বাতিল করতে হবে।


এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কাজ ও অন্যান্য উদ্দেশ্যে প্রবেশ কার্যত সীমিত হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক ভ্রমণ ও কর্মসংস্থানের ওপর।


উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এসেছে, যখন কয়েক মাস পর যুক্তরাষ্ট্র যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ওই সময়ে বিপুলসংখ্যক বিদেশি দর্শকের আগমনের সম্ভাবনা থাকলেও নতুন সিদ্ধান্ত সেই পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা যাচাই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছিল। সেখানে স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি চিকিৎসা, আর্থিক সহায়তা বা ভাষা শিক্ষাসহ সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন-এমন আবেদনকারীদের ভিসা না দেওয়ার কথা উল্লেখ ছিল।

বয়স ও শারীরিক অবস্থাকেও ঝুঁকির উপাদান হিসেবে বিবেচনায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, “ভিসা প্রদানের পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের প্রবেশ সীমিত রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।


ফক্স নিউজের তথ্য অনুযায়ী, প্রাথমিক তালিকায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইরান, ইরাক, রাশিয়া, নাইজেরিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, মিসর ও ইয়েমেনের নাম রয়েছে। তবে পুরো তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর