[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৭:১৫ পিএম

ইরানে উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত নিজ নাগরিকদের দেশটি ত্যাগ করার

 আহ্বান জানিয়েছে ভারত সরকার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ১৪ জানুয়ারি এক সতর্কবার্তায় জানায়, বর্তমান পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হচ্ছে।


একই সঙ্গে ইরানে অবস্থানরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় বিক্ষোভ, সমাবেশ বা সহিংসতা চলছে, সেসব স্থান এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।


ভারতের আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।


উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হলেও অল্প সময়ের মধ্যেই তা সহিংস রূপ নেয়। বিভিন্ন সূত্র অনুযায়ী, এসব সংঘর্ষে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে।


মধ্যপ্রাচ্যের বড় মার্কিন ঘাঁটি থেকে সেনা পুনর্বিন্যাস


এদিকে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার প্রেক্ষাপটে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যার মধ্যেই সংশ্লিষ্ট সেনাদের অবস্থান পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।


আল-উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনাগুলোর একটি, যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এটি সম্পূর্ণভাবে ঘাঁটি ত্যাগের নির্দেশ নয়, বরং কৌশলগত পুনর্বিন্যাসের অংশ।


তবে সেনা সরানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর