[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

‘ইরানের দেশপ্রেমিকরা, জাতীয় প্রতিষ্ঠান দখল করুন’, নির্দেশনা ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ৮:৫৩ এএম

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের


 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের দেশটির গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার কথাও বলেছেন।


মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানের আন্দোলনরত জনগণের উদ্দেশে বলেন, তারা যেন আন্দোলন চালিয়ে যায় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দখল গ্রহণ করে। তিনি আরও বলেন, আন্দোলন দমনে জড়িত ব্যক্তিদের নাম ও কর্মকাণ্ড নথিভুক্ত করতে হবে, কারণ এসব কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্টদের বড় ধরনের মূল্য দিতে হবে।


ট্রাম্প জানান, ইরানের বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নের প্রতিবাদ হিসেবে তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একই পোস্টে তিনি দাবি করেন, ইরানে বিক্ষোভ ঠেকাতে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এই সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসবেন না বলেও উল্লেখ করেন।


পোস্টে ট্রাম্প আরও লেখেন, ইরানের আন্দোলনকারীদের জন্য সহায়তা আসছে এবং তিনি ‘ইরানকে আবার মহান করে তুলুন’—এই বার্তাও তুলে ধরেন।


এই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, ‘সহযোগিতা আসছে’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন। জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি এখন কিছু বলতে চান না এবং সাংবাদিকদের নিজ নিজভাবে বিষয়টি বুঝে নেওয়ার আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর