[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৭:৫৭ এএম

ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক

তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


বিশ্লেষকদের মতে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতেই এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের লেনদেন বোঝানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প।


বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো চীন। এর পরের অবস্থানে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত। এই দেশগুলোর ওপর শুল্ক আরোপ হলে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।


গত কয়েকদিন ধরেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছেন—ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চললে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। এর মধ্যেই নতুন করে শুল্ক আরোপের ঘোষণা এলো।


ট্রুথে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “যেসব দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত।”


এ বিষয়ে হোয়াইট হাউজ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কোন দেশ বা খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, সে সম্পর্কেও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।


এদিকে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

সংস্থাটির দাবি, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর