[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সহিংসতায় প্রাণহানির পর ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সহিংস ঘটনায় প্রাণহানির প্রেক্ষিতে ইরানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনায় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সোমবার (১২ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, সরকারিভাবে ঘোষিত এই শোককাল দেশজুড়ে পালিত হবে।
সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সাম্প্রতিক দাঙ্গায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিহত হয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নিহতদের স্মরণে প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শোক পালন করছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ আন্দোলনের সময় যারা প্রাণ হারিয়েছেন, তাদের সম্মান জানাতেই এই জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরান সরকার দাবি করেছে, সহিংসতার সময় সাধারণ মানুষ, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে বর্বর হামলা চালানো হয়েছে, যা দায়েশের (আইএসআইএল) কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব হামলায় বহু মানুষ ‘শহীদ’ হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সরকার এ সহিংসতাকে নজিরবিহীন আখ্যা দিয়ে অভিযোগ করেছে, এর পেছনে যুক্তরাষ্ট্রসমর্থিত গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা ইরানের বিভিন্ন শহরে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় সাধারণ নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিহত ও আহত হয়েছেন। সরকারি তথ্য বলছে, দাঙ্গাকারীরা সড়ক অবরোধ, প্রশাসনিক ভবন ও পুলিশ স্টেশনে হামলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যকে আহত করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর