[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ৪:৩০ পিএম

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামরিক হামলা চালায়,

তবে তারা মার্কিন সামরিক ও নৌঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে। দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দিয়েছে তেহরান।


রোববার ইরানের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে দখলকৃত অঞ্চলসহ মার্কিন সামরিক ও নৌ-পরিবহন কেন্দ্রগুলো ইরানের বৈধ প্রতিরোধমূলক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে। তার বক্তব্যে ইসরায়েলের প্রতিও ইঙ্গিত রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

ইরান বরাবরই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না এবং অঞ্চলটিকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বলে মনে করে।


এদিকে গত দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, সহিংসতার সঙ্গে জড়িত কয়েকটি প্রধান গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা বা পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।


অন্যদিকে, পরিস্থিতির ওপর নজর রাখছে ইসরায়েল। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার ইরান প্রসঙ্গে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি ইরানি কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে বিক্ষোভকারীদের সহায়তা দিতে প্রস্তুত।

উল্লেখ্য, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের সংঘাত হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানে বিমান হামলায় অংশ নেয়। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপও হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইসরায়েল প্রকাশ্যে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে তারা সরাসরি হস্তক্ষেপ করতে চায় না। তবে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর