ঘূর্ণিঝড় কোজির প্রভাবে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয়
রাজ্য কুইন্সল্যান্ডে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। রোববার ভোরে ঝড়টি উপকূলে আঘাত হানার পর হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎ সংযোগ হারায়।
স্থানীয় সময় ভোরের দিকে কোজি কুইন্সল্যান্ডের আয়ার ও ব্রাউন শহরের উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। এ সময় ঝড়ের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৯৫ কিলোমিটার। যে এলাকায় ঝড়টি আঘাত হেনেছে, সেখান থেকে রাজ্যের রাজধানী ব্রিসবেনের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার।
কুইন্সল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝড়ের কারণে রাজধানী ব্রিসবেনসহ রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে আনুমানিক ১৫ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
এদিকে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই কুইন্সল্যান্ডের বেশ কয়েকটি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত দুই দিনে রাজ্যজুড়ে প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এসআর
মন্তব্য করুন: