[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

৪৮ ঘণ্টায় দুই হাজার মানুষ নিহতের শঙ্কা

ইরানে বিক্ষোভ দমনে কঠোরতা, ছোড়া হচ্ছে তাজা গুলি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ৬:৩৯ এএম

৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা দুই হাজার ছাড়াতে পারে


ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমন করতে দেশজুড়ে কঠোর অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি তাজা গুলি ছোড়া হচ্ছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে তারা এসব তথ্য তুলে ধরে।
প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমনের অংশ হিসেবে পুরো দেশে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে পাওয়া সীমিত তথ্য ও ভিডিও ফুটেজ থেকে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকা থেকে পাঠানো একাধিক ভিডিওতে রাস্তায় পড়ে থাকা মরদেহ এবং বডি ব্যাগে রাখা লাশ দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সেখানে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। একই এলাকায় একটি শিল্প ভবনের কাছেও আরও কিছু মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
এর আগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাওয়া ভিডিওতেও নিহতদের মরদেহের দৃশ্য ধরা পড়ে। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে, দমন অভিযান শুধু নির্দিষ্ট কোনো শহরে সীমাবদ্ধ নয়; যেখানে বিক্ষোভ হচ্ছে, সেখানেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত পরিস্থিতির সম্পূর্ণ চিত্র প্রকাশ পাওয়া কঠিন হলেও প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বহু এলাকায় সরাসরি গুলি চালানো হচ্ছে।
প্রাথমিক হিসেবে গত ৪৮ ঘণ্টায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উত্তর ইরানের রাশত শহরের এক চিকিৎসক জানিয়েছেন, শুধু একটি হাসপাতালেই অন্তত ৭০টি মরদেহ আনা হয়েছে।
সূত্রের বরাতে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন অংশ ও কারাজের ফারদিস এলাকায় সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে। এছাড়া দেশের অন্যান্য স্থান থেকেও বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর খবর আসছে।
সাধারণ ইন্টারনেট বন্ধ থাকলেও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে কিছু ভিডিও বাইরে পাঠানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
কঠোর দমন-পীড়নের মধ্যেও শনিবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে মানুষ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর