[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ইরানকে স্বাধীনতা এনে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ৬:৩১ এএম

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন নিয়ে প্রকাশ্যে মন্তব্য

করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের জনগণ এখন স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিতে প্রস্তুত।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরান এমন এক স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যা তারা আগে কখনো এত দৃঢ়ভাবে চায়নি বলেই তার ধারণা। যুক্তরাষ্ট্র এই আকাঙ্ক্ষাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
এদিকে টানা দুই রাতের বিরতির পর শনিবার রাত থেকে আবারও ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রকাশিত দুটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ মানুষ একত্রিত হয়েছেন। পাশাপাশি শহরের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও বিক্ষোভকারীদের জড়ো হতে দেখা গেছে।
সেখানে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। এর মধ্যে ছিল ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরোধিতা এবং রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ। অনেককে বলতে শোনা যায়—
“গাজা নয়, লেবানন নয়, আমার জীবন ইরানের জন্য।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর