[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিক্ষোভকারীদের জন্য ‘রেড লাইন’ টানল ইরানের সেনা ও আইআরজিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ৮:০৭ পিএম

সংগৃহীত ছবি

সামরিক বাহিনী ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিক্ষুব্ধ জনগণের জন্য কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে।

শনিবার পৃথক বিবৃতির মাধ্যমে তারা তথাকথিত ‘রেড লাইন’ অতিক্রম না করার হুঁশিয়ারি দেয়।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় আইআরজিসি জানায়, টানা দুই রাত ধরে কিছু সহিংস গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলার চেষ্টা চালিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


আইআরজিসির বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের চেতনা, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষার স্বার্থে আইআরজিসি স্পষ্ট সীমারেখা নির্ধারণ করছে। ভবিষ্যতে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি বা দখলের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অন্যদিকে, ইরানের নিয়মিত সেনাবাহিনী পৃথক বিবৃতিতে জানায়, দেশের জাতীয় স্বার্থ, কৌশলগত স্থাপনা ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইরানি মুদ্রা রিয়ালের দরপতন, লাগামহীন মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে জনজীবনে তীব্র চাপ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই দেশব্যাপী বিক্ষোভের সূচনা হয়।


অল্প সময়ের মধ্যেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানের ৩১টি প্রদেশের অধিকাংশ শহর ও গ্রামে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে এবং বর্তমানে দেশটির স্বাভাবিক কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। পাশাপাশি গতকাল ইন্টারনেট ও মোবাইল যোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।


আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর গত প্রায় দুই সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
এদিকে, ইরানে আন্দোলন শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সরকারকে সতর্ক করে আসছেন। আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হলে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও তিনি একাধিকবার দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর