[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

তেহরানসহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ৭:০১ এএম

বৃহস্পতিবারের বড় ধরনের বিক্ষোভের পর শুক্রবার (৯ জানুয়ারি) রাতেও

দেশের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, রাজধানী তেহরানের সা’দাতাবাদ এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। একই সঙ্গে কুদস স্কয়ারেও মানুষের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজেও বিক্ষোভ চলেছে।
ইন্টারনেট সংযোগ বন্ধ এবং মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন সৃষ্টি হলেও বিভিন্ন এলাকায় লোকসমাগম থেমে থাকেনি। বিক্ষোভকারীরা ‘স্বৈরশাসনের পতন চাই’সহ নানা সরকারবিরোধী স্লোগান দেন।
যদিও বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গিয়েছিল, শুক্রবার রাতের পরিস্থিতি সম্পর্কে তখনও সম্পূর্ণ তথ্য স্পষ্ট হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাত পর্যন্ত ইরানে বিক্ষোভ অব্যাহত ছিল।
এদিকে নাভিদ মোহেব্বি নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে দাবি করা হয়, ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে এত বেশি মানুষ জড়ো হয়েছেন যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে না। উল্লেখ্য, মাসহাদই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মশহর।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর