পাকিস্তানের একাধিক এলাকায় শুক্রবার ভোররাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
কম্পনের মাত্রা রিখটার স্কেলে প্রায় ৫.৮ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে তাজিকিস্তান ও চীনের শিনজিয়াং অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে।
এদিকে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩ এবং এর গভীরতা ছিল প্রায় ১৪০ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তান ছাড়াও তাজিকিস্তান, আফগানিস্তান ও চীনের কিছু অংশে অনুভূত হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্যমতে, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। একাধিক সক্রিয় ফল্ট লাইনের কারণে দেশটির বিভিন্ন অঞ্চল ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এবং মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়।
এসআর
মন্তব্য করুন: