[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাইলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬ ১২:১২ পিএম

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ যুক্তরাষ্ট্রের সঙ্গে

 সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে আগের কঠোর বক্তব্য থেকে সরে এসে তিনি কূটনৈতিক সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রদ্রিগুয়েজ বলেন, ভেনেজুয়েলার জনগণের উন্নয়ন এবং দেশের স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে একটি সহযোগিতা কর্মসূচি গ্রহণে তারা আগ্রহী। তার ভাষায়, এই উদ্যোগ আন্তর্জাতিক আইন ও স্বীকৃত কাঠামোর ভেতরে থেকেই বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলা শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো আমেরিকা অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্মানজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। শান্তি ও সংলাপই তাদের লক্ষ্য— সংঘাত বা যুদ্ধ নয়। এই অবস্থান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দীর্ঘদিনের নীতিরই ধারাবাহিকতা বলে উল্লেখ করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন এবং দেশটির প্রাকৃতিক সম্পদ নিয়ে কড়া মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
উল্লেখ্য, সাম্প্রতিক এক অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে নেওয়া হলে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেলসি রদ্রিগুয়েজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও বলা হয়েছে, যা দেশটির সেনাবাহিনীর সমর্থন পেয়েছে।
প্রথমদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানালেও সর্বশেষ বিবৃতিতে দেলসি রদ্রিগুয়েজ কূটনৈতিক পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তার মতে, শান্তি, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অধিকার ভেনেজুয়েলার জনগণের রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর