[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ভেনেজুয়েলার অভিযান ছিল অনেকটা টিভি শো দেখার মতো : ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৮:৪৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় পরিচালিত

সাম্প্রতিক সামরিক অভিযানকে অত্যন্ত সফল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পুরো অভিযানের দৃশ্য তার কাছে একটি টেলিভিশন অনুষ্ঠানের মতো মনে হয়েছে।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সবকিছু সরাসরি পর্যবেক্ষণ করেছেন। তার ভাষায়, মার্কিন সেনাবাহিনীর কৌশল, গতি ও সমন্বয় ছিল অসাধারণ, যা অন্য কোনো দেশের পক্ষে করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, এত বড় ও জটিল একটি অভিযানে কোনো মার্কিন নাগরিক বা অন্য কারও প্রাণহানি হয়নি, যা ছিল অত্যন্ত ইতিবাচক দিক। কেবলমাত্র দুইজন সামান্য আহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
ট্রাম্প জানান, অভিযানের মাত্র চার দিন আগে তিনি এর অনুমোদন দেন। অল্প সময়ের প্রস্তুতিতে যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে এমন নিখুঁতভাবে অভিযান সম্পন্ন হওয়াকে তিনি মার্কিন সেনাবাহিনীর দক্ষতার বড় উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
তার মতে, এই সফলতা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে সক্ষম ও পেশাদার বাহিনীগুলোর একটি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর