[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

ভেনেজুয়েলায় কাকে ক্ষমতায় দেখতে চান ট্রাম্প?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ১:০০ এএম

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে ক্ষমতায় আনা সম্ভব কি না—সে বিষয়টি এখনই পর্যবেক্ষণ করা হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, বর্তমানে নরওয়েতে অবস্থানরত মারিয়া করিনা মাচাদোকে ভেনেজুয়েলার নেতৃত্বে সমর্থন দেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত নয়। পরিস্থিতি ও সম্ভাব্য বাস্তবতা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে ইঙ্গিত দেন তিনি।


ভেনেজুয়েলার সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির নির্বাচন প্রক্রিয়া নিয়ে তার গুরুতর সন্দেহ রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে বিতর্কিত ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন।


মাদুরোকে আটকের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ মাদকসংক্রান্ত কারণে প্রাণ হারাচ্ছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।


ট্রাম্পের এসব বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো বিবেচনাধীন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর