[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬ ৮:১২ পিএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলন ডেকেছেন।

স্থানীয় সময় সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে অবস্থিত ট্রাম্পের ব্যক্তিগত স্টেট থেকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সংবাদ সম্মেলনের আগে ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া কিছু দাবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি ‘বড় পরিসরের সামরিক অভিযান’ পরিচালনা করেছে এবং আটক ব্যক্তিদের দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ভেনেজুয়েলার সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে একে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। কারাকাস সরকারের দাবি অনুযায়ী, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের একাধিক বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, এটি একটি পরিকল্পিত অভিযান।
ভেনেজুয়েলার পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, দেশটির তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে মাদুরো প্রশাসন।
উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ভেনেজুয়েলার অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনাও অন্তর্ভুক্ত ছিল।
তবে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো সরাসরি বক্তব্য না দিয়ে সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠাতে বলেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর