[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

প্যাথলজি রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক করার নির্দেশকে অযৌক্তিক বললেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী প্যাথলজি রিপোর্টে শুধুমাত্র বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।

বিষয়টি বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা অযৌক্তিক ও বৈষম্যমূলক হিসেবে বর্ণনা করেছেন।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাব সিস্টেমে বিভিন্ন পরীক্ষা ও রিপোর্টে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট, মেডিকেল বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্টসহ অন্যান্য ল্যাব বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শুধুমাত্র চিকিৎসকের স্বাক্ষরকে বাধ্যতামূলক করা হলে রোগ নির্ণয় ও ডায়াগনোস্টিক সেবার গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে।


মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ। তারা জানান, প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষার প্রতিটি ধাপে—from নমুনা সংগ্রহ, প্রি-এনালাইটিক্যাল, এনালাইটিক্যাল (ক্যালিব্রেশন, ইন্টারনাল ও এক্সটারনাল কোয়ালিটি কন্ট্রোল, মেথড ভ্যালিডেশন) থেকে পোস্ট-এনালাইটিক্যাল—ল্যাব বিশেষজ্ঞরা সক্রিয়ভাবে কাজ করেন এবং রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


তারা আরও বলেন, দেশের সরকারি ও বেসরকারি বিশেষায়িত সকল ডায়াগনোস্টিক সেন্টারে বিভিন্ন বিষয়ভিত্তিক ল্যাব বিশেষজ্ঞরা রিপোর্টে স্বাক্ষর করে আসছেন। এটি দীর্ঘদিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাগত প্রথা। আইএসও, ক্যাপ এবং এনএবিএলসহ আন্তর্জাতিক মানদণ্ডেও এই পেশাদারদের যোগ্যতা স্বীকৃত।


মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেছেন—
ক্লিনিক্যাল বায়োকেমিস্ট, মেডিকেল বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্টসহ ল্যাবভিত্তিক অন্যান্য বিশেষজ্ঞদের প্রয়োজনীয় জনবল হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।


শুধুমাত্র চিকিৎসকের স্বাক্ষরকে প্রাধান্য দিয়ে বৈষম্যমূলক নির্দেশনা পুনর্বিবেচনা করা হোক।
আন্তর্জাতিক মান অনুযায়ী একটি যুগোপযোগী ল্যাবরেটরি নিয়ন্ত্রক সংস্থা (ল্যাবরেটরি রেগুলেটরি বডি) গঠন করা হোক, যাতে বাংলাদেশের প্রতিটি ল্যাবের গুণগত মান নিশ্চিত করা যায়।
শিক্ষার্থীরা জোর দিয়েছেন, মাল্টিডিসিপ্লিনারি ল্যাব সিস্টেমে প্রতিটি পেশার বিশেষজ্ঞকে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ দিতে হবে, যাতে রোগীদের সেবা ক্ষতিগ্রস্ত না হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর