ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল
৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩ জন। চলতি বছরে এটিই ডেঙ্গুজনিত প্রথম মৃত্যুর ঘটনা।
সোমবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া ব্যক্তি রাজশাহী বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন বছর শুরু হওয়ার পর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় (সিটি কর্পোরেশনের বাইরে) ৭ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১২ জন, খুলনা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসআর
মন্তব্য করুন: