[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

শীতে যে খাবারগুলো আপনাকে উষ্ণ রাখবে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১০:২৯ পিএম

শীতকালে ঠান্ডার প্রভাব শুধু ত্বকেই নয়, শরীরের ভেতরেও পড়ে।

হজমশক্তি কমে যায়, হাত-পা ঠান্ডা থাকে, এমনকি জয়েন্টের ব্যথাও বাড়তে পারে। এই সময়ে ওষুধের চেয়ে অনেক বেশি কার্যকর হতে পারে সঠিক খাবার নির্বাচন। আমাদের পরিচিত কিছু মৌসুমী খাবারই শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে বড় ভূমিকা রাখে।
চলুন জেনে নেওয়া যাক শীতকালে কোন খাবারগুলো শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে—

১. ঘি

ঘি শীতের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে শক্তি জোগায় এবং প্রাকৃতিকভাবে তাপ উৎপাদনে সাহায্য করে। ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে সামান্য ঘি যোগ করলে খাবার সহজে হজম হয়। এছাড়া ঘি শরীরের শুষ্কতা কমায় এবং জয়েন্টের আরাম বজায় রাখতে সহায়তা করে, যা শীতে খুবই দরকারি।

২. তিল

তিলকে শীতকালীন উষ্ণ খাবারের রাজা বলা যায়। এতে প্রচুর পরিমাণে ভালো চর্বি, ক্যালসিয়াম ও শক্তি থাকে, যা শরীরকে ঠান্ডার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। শীতে তিলের লাড্ডু, পিঠা বা ভর্তা খাওয়ার প্রচলন এরই প্রমাণ। যারা সহজেই ঠান্ডা অনুভব করেন, তাদের জন্য তিল বিশেষভাবে উপকারী।

৩. আদা

আদা প্রাকৃতিকভাবে শরীর গরম রাখে। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং হজম প্রক্রিয়া সক্রিয় রাখে। আদা চা, স্যুপ বা তরকারিতে ব্যবহার করলে শরীর দ্রুত উষ্ণতা অনুভব করে। ঠান্ডা লাগা, গলা ব্যথা বা হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে গেলে আদা বেশ কার্যকর।

৪. মুগ ডাল

মুগ ডাল দেখতে হালকা হলেও শীতকালে এটি দারুণ উপকারী। জিরা, গোলমরিচ ও সামান্য ঘি দিয়ে রান্না করলে মুগ ডাল শরীরকে আরাম দেয় এবং পুষ্টি জোগায়। এটি সহজে হজম হয় এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো, যা ঠান্ডা আবহাওয়ায় শরীরকে সুস্থ ও উষ্ণ রাখতে সাহায্য করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর