বাংলা সংগীতাঙ্গনে যিনি বরাবরই সমাজ, সংস্কৃতি ও বাস্তবতা নিয়ে সরব কণ্ঠে কথা বলে থাকেন, তিনি জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
গান দিয়ে দীর্ঘদিন শ্রোতাদের মন জয় করা এই শিল্পী এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক প্রসঙ্গে। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে দেশের শোবিজ অঙ্গনের কয়েকজন তারকাকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি, যা মুহূর্তেই দর্শকদের কৌতূহল ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ওই সাক্ষাৎকারে আসিফ আকবর প্রশ্ন ছুড়ে দেন ঢালিউড তারকা শাকিব খান থেকে শুরু করে নগরবাউল জেমস, দীপা খন্দকার ও পরীমণির দিকেও। তার প্রশ্নগুলোর ভঙ্গি ও বিষয়বস্তু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।
শাকিব খানকে উদ্দেশ করে আসিফ বলেন, সিনেমার সংলাপ বলার সময় শাকিবের কণ্ঠ একরকম শোনা যায়, কিন্তু গানের ক্ষেত্রে তা হঠাৎ ভিন্ন হয়ে যায়। তার মতে, গানের সময় শাকিবের কণ্ঠ তুলনামূলকভাবে চিকন ও কিছুটা মেয়েলি শোনায়। যেখানে আগে কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে গান শোনা গেছে, সেখানে এখনকার সহযোগীদের সঙ্গে কাজ করে শাকিব কীভাবে স্বাচ্ছন্দ্যবোধ করছেন—সেই প্রশ্নও তোলেন তিনি।
নগরবাউল জেমসকে নিয়ে আসিফ আকবরের প্রশ্ন ছিল আরও স্পষ্ট। তিনি বলেন, দেশের অন্যতম বড় শিল্পী হওয়া সত্ত্বেও জেমসকে দেশের কোনো সামাজিক আন্দোলন বা সংকটময় সময়ে সক্রিয়ভাবে সামনে আসতে দেখা যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় শেয়ার করলেও শিল্পীদের সমস্যা বা জাতীয় ইস্যুতে তার নীরবতা কেন—সেই ব্যাখ্যাই জানতে চান আসিফ।
এছাড়া চিত্রনায়িকা পরীমণিকে নিয়েও নিজের ভাবনা তুলে ধরেন এই সংগীতশিল্পী। তার ভাষায়, পরীমণিকে তার কাছে কিছুটা খামখেয়ালি মনে হয়। তিনি পরীমণিকে উদ্দেশ করে বলেন, কবে তিনি নিজেকে গুছিয়ে স্থির করবেন এবং কীভাবে করবেন—সেই পরিকল্পনাটা তিনি জানতে চান।
সব মিলিয়ে আসিফ আকবরের এসব প্রশ্ন ও মন্তব্য আবারও তাকে আলোচনার কেন্দ্রস্থলে নিয়ে এসেছে।
এসআর
মন্তব্য করুন: