বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুর একসময় আলোচিত জুটি ছিলেন। প্রায়
ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালে তাঁদের পথ আলাদা হয়। বিচ্ছেদের পর মালাইকা খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
মালাইকা জানান, অতীত সম্পর্ক কিংবা ভবিষ্যৎ সম্ভাবনা—কোনোটিই নিয়ে তিনি বেশি আলোচনা করতে আগ্রহী নন। তাঁর মতে, তাঁদের সম্পর্ক নিয়ে ইতোমধ্যেই অনেক কিছু বলা ও লেখা হয়েছে, তাই নতুন করে কিছু যোগ করার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, সম্পর্ক ভেঙে গেলেও অর্জুন তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই থাকবেন। বিচ্ছেদের পর মানুষের মনে যে কষ্ট, রাগ বা হতাশা কাজ করে—সেগুলোকে স্বাভাবিক অনুভূতি বলেই মনে করেন এই অভিনেত্রী। তাঁর বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে সব ক্ষতই ধীরে ধীরে সেরে ওঠে।
জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মালাইকা বলেন, অল্প বয়সে বিয়ে করার সিদ্ধান্ত তিনি আর নিতেন না। তাঁর মতে, জীবনের শুরুতে নিজেকে গড়ে তোলা ও জীবন উপভোগ করাই বেশি জরুরি। মা হওয়াকে তিনি জীবনের বড় অর্জন হিসেবে দেখলেও মনে করেন, বিয়ে কখনোই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না।
এসআর
মন্তব্য করুন: