দুর্নীতির মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমের আইনি জটিলতা আরও গভীর হয়েছে।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের অংশ হিসেবে তার নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালত ও দুদক সূত্রে জানা গেছে, জব্দের আওতায় আসা সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি টাকা। এসব সম্পদের মধ্যে রাজধানী ঢাকার পাশাপাশি মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ভবন ও জমি রয়েছে।
জব্দের তালিকায় ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত একটি পাঁচতলা ভবন এবং পূর্বাচলে থাকা ৯ কাঠা জমির একটি প্লট উল্লেখযোগ্য। এ ছাড়া মানিকগঞ্জ সদর এলাকায় একটি চারতলা ভবন ও সিংগাইর উপজেলায় অবস্থিত দুটি দোতলা বাড়িও ক্রোকের আদেশে অন্তর্ভুক্ত হয়েছে।
এর পাশাপাশি সিংগাইরের জয়নগরসহ একাধিক মৌজায় প্রায় ৪২০ শতাংশ জমিও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানিকগঞ্জে পৈতৃক সূত্রে পাওয়া একটি দোতলা বাড়িকে আপাতত এই আদেশের বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় করা যাবে না।
এসআর
মন্তব্য করুন: