[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিজয়ের পাশে দাঁড়িয়ে মোদীকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৯:২২ পিএম

সংগৃহীত ছবি

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল আলোচিত ছবি ‘জন নায়াগান’ মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার (৯ জানুয়ারি)।

তবে শেষ মুহূর্তে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছাড়পত্র না দেওয়ায় ছবিটির মুক্তি স্থগিত হয়ে যায়। এই ঘটনার পরই বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।


ছবির মুক্তিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এবার প্রকাশ্যে ক্ষোভ জানালেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, ‘জন নায়াগান’ মুক্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তামিল সংস্কৃতির ওপর সরাসরি আঘাতের শামিল। একই সঙ্গে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেন তিনি।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী মোদী কোনোভাবেই তামিল জনগণের কণ্ঠরোধ করতে পারবেন না।
রাহুলের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তিনি নির্বাচনের প্রস্তুতিতে থাকা তামিলনাড়ু সফরে রয়েছেন। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের ছবি ঘিরে চলমান এই বিতর্ক ইতোমধ্যে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।


এক্সে দেওয়া পোস্টে রাহুল লেখেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে ‘জন নায়াগান’ ছবির মুক্তি আটকে দেওয়ার চেষ্টা তামিল সংস্কৃতির ওপর আক্রমণ। মি. মোদী, আপনি কখনোই তামিল জনগণের কণ্ঠস্বর দমন করতে পারবেন না।”


উল্লেখ্য, থালাপতি বিজয় সম্প্রতি নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টরি কাজাগাম’ (টিভিকে) গঠন করেছেন এবং রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। ‘জন নায়াগান’কে তার অভিনয় জীবনের শেষ ছবি হিসেবেও প্রচার করা হচ্ছিল। ছবিটির মুক্তির দিন ধার্য ছিল ৯ জানুয়ারি।
এর আগে, সিবিএফসিকে সেন্সর সার্টিফিকেট দিতে নির্দেশ চেয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশনস এলএলপি আদালতে আবেদন করে।

মাদ্রাজ হাইকোর্টের একক বিচারপতি পি টি আশা সেই আবেদন মঞ্জুর করে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেন। তবে ওই আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই সিবিএফসি আপিল করলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একক বিচারকের রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়।


প্রধান বিচারপতি এম এম শ্রীবাস্তব ও বিচারপতি জি আরুল মুরুগানের সমন্বয়ে গঠিত বেঞ্চ ছবিটির মুক্তি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন। পাশাপাশি প্রযোজনা সংস্থাকে নোটিশ জারি করে মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর