[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আমি শান্তি চাই, আমাকে একটু বাঁচতে দিন: তাহসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬ ৭:১১ পিএম

সংগৃহীত ছবি

সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে ঘিরে বর্তমানে শোবিজ অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিয়ের অল্প সময়ের মধ্যেই তাহসান ও তাঁর স্ত্রী রোজা আহমেদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

গত বছরের শুরুতে এই দম্পতির বিয়ের খবর সামনে আসে। তবে চলতি বছরের শুরুতেই তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

বিচ্ছেদের বিষয়ে তাহসান বলেন, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে -এটি সত্য।

তারা এখন আর একসঙ্গে বসবাস করছেন না এবং কয়েক মাস ধরেই আলাদা রয়েছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে এই অধ্যায় শেষ করতে চান বলেও ইঙ্গিত দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর