ভারতের মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত প্রায় সাড়ে ১৬ একর জমি
নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে চলা আইনি বিরোধের অবসান ঘটেছে। ভোপাল জেলা আদালত সম্প্রতি জমিটির মালিকানা সংক্রান্ত একটি মামলা খারিজ করে বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার পরিবারের পক্ষে রায় দিয়েছেন।
আদালতের রায়ের ফলে ভোপালের নয়া পুরা এলাকায় অবস্থিত ১৬.৬২ একর আয়তনের ওই জমির মালিকানা সাইফ আলি খান, তার মা বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং তার দুই বোনের কাছেই বহাল থাকল।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৮ সালে আকিল আহমেদসহ কয়েকজন ব্যক্তি আদালতে দাবি করেন যে, ১৯৩৬ সালে তৎকালীন ভোপালের নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের ওই জমি দান করেছিলেন। সেই সূত্রে তারা জমিটির ওপর নিজেদের অধিকার দাবি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, বাদীপক্ষ তাদের দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য দলিল বা সরকারি নথি উপস্থাপন করতে পারেনি। পাশাপাশি, কথিত দানের ঘটনার প্রায় ছয় দশক পর মামলা দায়ের করাকে অযৌক্তিক বলেও উল্লেখ করেন বিচারক। পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি খারিজ করা হয়।
এই রায়ের মাধ্যমে ভোপালের প্রাক্তন রাজপরিবারের ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তিটির ওপর পাতৌদি পরিবারের উত্তরাধিকার আইনি স্বীকৃতি পেল। দীর্ঘদিন মামলা চলায় জমিটি ব্যবহার বা উন্নয়ন কার্যক্রমে বাধা ছিল। আদালতের সিদ্ধান্তে সাইফ আলি খান ও তার পরিবার বড় ধরনের স্বস্তি পেয়েছেন। তবে রায় ঘোষণার পর এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এসআর
মন্তব্য করুন: