গোল্ডেন গ্লোবসের মঞ্চে প্রিয়াঙ্কা-নিকের রোম্যান্স,
অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস ২০২৬ অনুষ্ঠানে তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ছিলেন দর্শকদের বিশেষ আকর্ষণ। বেভারলি হিলসে আয়োজিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে অতিথি হিসেবে হাজির হয়ে রেড কার্পেট থেকে শুরু করে মূল অনুষ্ঠান পর্যন্ত সর্বত্র নিজেদের রোম্যান্টিক মুহূর্তে নজর কাড়েন তারা।
অনুষ্ঠানের নানা ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এক ক্লিপে দেখা যায়, নিক জোনাসের টাই নিজ হাতে ঠিক করে দিচ্ছেন প্রিয়াঙ্কা। অন্য একটি দৃশ্যে নিককে ভালোবাসার ছোঁয়ায় স্ত্রীর চুলে হাত বুলিয়ে দিতে দেখা যায়। তাদের চোখের ভাষাতেও স্পষ্ট ছিল পারস্পরিক মুগ্ধতা ও ঘনিষ্ঠতা।
ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা ক্যামেরার দিকে তাকিয়ে থাকলেও নিক বারবার প্রেমমাখা দৃষ্টিতে তাকাচ্ছিলেন স্ত্রীর দিকে। এমনকি অনুষ্ঠানস্থলে তাদের হাত ধরে নাচতেও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া কালো রঙের একটি আকর্ষণীয় গাউনে উপস্থিত হন। তবে তার পুরো লুকের সবচেয়ে আলোচিত অংশ ছিল আঙুলে পরা বড় আকারের নীল হিরার আংটি।
পোশাকের সঙ্গে মানানসই ঝলমলে গয়নাগুলো তার উপস্থিতিকে আরও নজরকাড়া করে তোলে।
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দীর্ঘদিন ধরেই তাদের ভালোবাসা, পারস্পরিক সম্মান ও যত্নের জন্য ভক্তদের কাছে প্রশংসিত। বলিউড ও হলিউডের প্রতিনিধিত্বকারী এই তারকা জুটি প্রায়ই আন্তর্জাতিক চলচ্চিত্র ও বিনোদন আয়োজনগুলোতে একসঙ্গে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবসেও তাদের উপস্থিতি শুধু গ্ল্যামারের জন্য নয়, বরং সম্পর্কের উষ্ণতা ও আন্তরিকতার কারণেও স্মরণীয় হয়ে রইল।
এসআর
মন্তব্য করুন: