[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে মাহি!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬ ৯:৪০ এএম

টেলিভিশন জগতে দীর্ঘদিন ধরে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত

আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। তবে চলতি বছরের শুরুতেই তাদের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা আসে। বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহি।


সম্প্রতি সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মাহি। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশন ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। ওই লেখায় মাহি নাদিমকে তার “সবচেয়ে প্রিয় বন্ধু” হিসেবে উল্লেখ করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন।


মাহি লেখেন, নাদিম শুধু তার কাছের বন্ধু নন, বরং তার স্বস্তি, শক্তি এবং পরিবারের অংশ। তার কথায়, নাদিমের সঙ্গে থাকলে তিনি নিজেকে নির্ভারভাবে প্রকাশ করতে পারেন এবং তাদের আত্মিক বন্ধন গভীর।


এই পোস্ট সামনে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। একদল নেটিজেন মাহিকে কটাক্ষ করছেন এবং বিচ্ছেদের জন্য তাকেই দায়ী করছেন। বিশেষ করে জয় ভানুশালীর ভদ্র ও পারিবারিক ভাবমূর্তিকে সামনে এনে প্রশ্ন তোলা হচ্ছে—তবে কি নাদিমের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই জয় ও মাহির দীর্ঘ সম্পর্ক ভেঙে গেছে?


তবে এর আগে বিচ্ছেদের ঘোষণা দিতে গিয়ে জয় ও মাহি যৌথভাবে জানিয়েছিলেন, তাদের আলাদা হওয়ার পেছনে কোনো তৃতীয় ব্যক্তি বা নেতিবাচক ঘটনা নেই। তারা স্পষ্ট করেছিলেন, তিন সন্তানের ভবিষ্যৎ ও পারস্পরিক সম্মানের জায়গা থেকে বিচ্ছেদের পরও একে অপরের পাশে থাকবেন এবং বন্ধুত্ব বজায় রাখবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর