জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান সম্প্রতি তার দ্বিতীয়
বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে মাত্র এক বছরের সম্পর্কের পরই তাদের বিচ্ছেদ ঘটে।
তাহসান জানান, সম্প্রতি ভক্তরা লক্ষ্য করেছিলেন যে তিনি গান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন। তবে সত্যি ঘটনা হলো, এই সময়ের আগেই তিনি রোজা থেকে আলাদা হয়ে ছিলেন। তিনি উল্লেখ করেন, "গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি সামাজিক মাধ্যমে এবং নতুন গান প্রকাশে কম সক্রিয়।"
তাহসান ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজাকে বিয়ে করেছিলেন, তাদের পরিচয় তখন মাত্র চার মাসের। যদিও বিয়ের প্রথম সময়ে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, "প্রায় জুলাই মাসের শেষ থেকে আমরা আলাদা থাকছি।"
সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে একসাথে না থাকার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বিচ্ছেদের গুজব সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে তাহসান বলেন, "আমাদের অ্যানিভার্সারি উদযাপন নিয়ে যে খবরগুলো এসেছে, তা সত্য নয়।"
তাহসান ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলতে চান না। পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "আমি আপাতত বিস্তারিত কিছু বলতে চাই না।"
এসআর
মন্তব্য করুন: