বলিউডে মিমিক্রি বহুদিন ধরেই জনপ্রিয় হলেও, যখন অনুকরণ কেবল কণ্ঠ বা অঙ্গভঙ্গির মধ্যে সীমাবদ্ধ না থেকে চরিত্রের আত্মায় প্রবেশ করে—তখন সেটি হয়ে ওঠে অভিনয়ের এক অনন্য রূপ।
এমনই এক ব্যতিক্রমী পরিবেশনায় সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন অভিনেতা ও কৌতুকশিল্পী সুনীল গ্রোভার।
নেটফ্লিক্সে প্রচারিত দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো–এর একটি পর্বে আমির খানের চরিত্রে সুনীলের অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। দর্শকদের উচ্ছ্বাসের পাশাপাশি এবার সেই অভিনয় নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন স্বয়ং আমির খান।
এক ভিডিও সাক্ষাৎকারে আমির খান বলেন, তিনি একে সাধারণ মিমিক্রি হিসেবে দেখেন না। তার মতে, সুনীল এত নিখুঁতভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন যে এক মুহূর্তের জন্য নিজের প্রতিচ্ছবিই চোখে ভেসে উঠেছিল। আমির জানান, তিনি কেবল একটি ছোট অংশ দেখেছেন, তবে পুরো পর্বটি দেখার আগ্রহ এখন অনেক বেশি।
হাসির অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আমির বলেন, তিনি এত জোরে হেসেছিলেন যে এক সময় শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তার ভাষায়, এতে কোনো ব্যঙ্গ বা কটাক্ষ ছিল না—ছিল নিখাদ আনন্দ।
সুনীলের এই পরিবেশনা নিয়ে অনলাইনেও প্রশংসার জোয়ার বইছে। কেউ তাকে ‘কমেডির কিংবদন্তি’ বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ মন্তব্য করেছেন—এটি শুধু নকল নয়, বরং চরিত্রটিকে গভীরভাবে বোঝার ফল। অনেক দর্শকের মতে, মুখভঙ্গি, হাসি ও দৃষ্টিভঙ্গি এতটাই বাস্তব ছিল যে মুহূর্তের জন্য বিভ্রান্তি তৈরি হওয়াই স্বাভাবিক।
ওই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাদের সামনে সুনীল মঞ্চে আমির খানের কথা বলার ধরন, হাঁটার স্টাইল, পোশাক, চোখের ভাষা এমনকি পাপারাজ্জিদের সঙ্গে আচরণ পর্যন্ত দারুণভাবে তুলে ধরেন। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ–বিশ আমির’, যা নামেই কৌতুকের ইঙ্গিত বহন করে। আমির খানের ব্যক্তিজীবনের পরিচিত কিছু বিষয়ও তিনি হালকা রসিকতার মাধ্যমে উপস্থাপন করেন।
এর আগেও এমন প্রশংসা কুড়িয়েছেন সুনীল গ্রোভার। জনপ্রিয় অনুষ্ঠান কৌন বানেগা ক্রোড়পতি–তে অমিতাভ বচ্চনের উপস্থাপনার ভঙ্গি অনুকরণ করে তিনি দর্শক ও স্বয়ং অমিতাভ বচ্চনের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন।
উল্লেখ্য, কপিল শর্মার সঞ্চালনায় এই কমেডি শোয়ের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে টেলিভিশনে। প্রায় এক দশক পর ২০২৪ সাল থেকে ওটিটি প্ল্যাটফর্মে নতুন নাম নিয়ে যাত্রা শুরু করে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। বর্তমানে নেটফ্লিক্সে প্রতি শনিবার নতুন পর্ব মুক্তি পাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: