চলতি বছরের শুরুতেই উল্লেখযোগ্য অঙ্কের আয়কর পরিশোধ করে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণ ভারত ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকার কর পরিশোধ করেছেন। এর ফলে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন তিনি।
২০১৬ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন রাশমিকা। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে পরিচিতি পাওয়ার পর একের পর এক সফল ছবিতে অভিনয় করে অল্প সময়েই তিনি তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান এই অভিনেত্রী। গত বছর তার অভিনীত ছয়টি সিনেমা মুক্তি পায়, যা সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় বেশ উল্লেখযোগ্য।
কর্মসূত্রে বর্তমানে মুম্বাই ও হায়দরাবাদে অবস্থান করলেও রাশমিকার পারিবারিক শিকড় কর্নাটকের কোদাগু জেলাতেই। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে আয় ও সম্পদের পরিমাণও দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিলাসবহুল গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারের মতো দামি গাড়ি।
রিয়েল এস্টেট খাতেও বিনিয়োগ করেছেন রাশমিকা। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ির পাশাপাশি মুম্বাইয়েও তার একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে।
স্বল্প সময়ের মধ্যেই চলচ্চিত্র শিল্পে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন রাশমিকা মান্দানা। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত। প্রতি সিনেমার জন্য তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি বলে জানা গেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ এখন ৪৫ কোটি রুপিরও বেশি।
এদিকে ব্যক্তিজীবন নিয়েও আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর পরিশোধের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন রাশমিকা মান্দানা।
এসআর
মন্তব্য করুন: