[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

‘এক জীবন’ খ্যাত শায়নার গ্ল্যামারে আজও মুগ্ধ ভক্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬ ১১:১৭ পিএম

২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’—এই জনপ্রিয়

গানটির মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। খুব অল্প সময়ের শোবিজ ক্যারিয়ারে সীমিত কাজ করলেও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপর হঠাৎ করেই তিনি বিনোদন অঙ্গন থেকে আড়ালে চলে যান।
দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও শায়নাকে ভোলেননি তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি যখনই নতুন কোনো ছবি বা মুহূর্ত শেয়ার করেন, তখনই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
সম্প্রতি ইউরোপের এক বরফাচ্ছন্ন পাহাড়ি এলাকা থেকে শেয়ার করা কিছু শীতের ছবি নতুন করে নজর কেড়েছে অনুরাগীদের। ছবিগুলোতে দেখা যায়, সাদা বরফে ঘেরা পাহাড়ের পাদদেশে নীল আকাশের নিচে হলুদ রঙের শীতের পোশাকে প্রাণবন্ত শায়নাকে। খোলা চুল আর স্বতঃস্ফূর্ত হাসিতে যেন প্রকৃতির সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “শীতের পাহাড়ে নিজেকে হারিয়ে ফেলেছি।” তার এই স্বাভাবিক ও স্নিগ্ধ রূপ দেখে ভক্তরা আবেগ প্রকাশ করতে কার্পণ্য করেননি। কেউ লিখেছেন, তাকে দেখলেই এখনও সেই জনপ্রিয় গানটির কথা মনে পড়ে, আবার কেউ তাকে বিশ্বের অন্যতম সুন্দরী বলেও আখ্যা দিয়েছেন।
বর্তমান সময়ে যেখানে অনেক তারকা নানা বিতর্কে জড়ান, সেখানে শায়না আমিন বরাবরই থেকেছেন আলোচনার বাইরে। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখার কারণে তিনি ভক্তদের কাছে পরিচিত একজন শান্ত ও ইতিবাচক ব্যক্তিত্ব হিসেবে। এ কারণেই অনেকেই তাকে “জিরো হেটার্স” তারকা বলে উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে দেশের বাইরে বসবাস করছেন। এর আগে দেশে এলেও অভিনয়ে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানান। আপাতত প্রবাসেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন এবং মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে সেই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর