[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬ ১২:০৯ পিএম

কনকনে শীতের মধ্যেও পানিতে নামার সাহস দেখিয়েছেন জনপ্রিয়

অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সুইমিংপুলে তোলা কিছু ছবি শেয়ার করে তিনি জানান, শীত যতই তীব্র হোক না কেন—তার মন নাকি তার থেকেও বেশি ঠান্ডা!

ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা—সবখানেই সমান জনপ্রিয় সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স ও উপস্থিতি ভক্তদের আলাদা করে নজর কাড়ে। নিয়মিতই তিনি নিজের দৈনন্দিন মুহূর্তগুলো ছবি ও পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

সাম্প্রতিক ছবিগুলোতে দেখা যায়, একটি সমুদ্রসংলগ্ন হোটেলের সুইমিংপুলে বেশ আনন্দঘন সময় কাটাচ্ছেন তিনি। গোলাপি রঙের টি-শার্ট, চোখে সানগ্লাস, আর খোলা আকাশের নিচে তার প্রাণবন্ত ভঙ্গি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ছবির ক্যাপশনে সাদিয়া মজার ছলে লেখেন—তার হৃদয় নাকি এই শীতের চেয়েও ঠান্ডা। এমন ক্যাপশন ও ছবি দেখে ভক্তরাও মজার মজার মন্তব্য করেছেন। কেউ বলেছেন তার সৌন্দর্যে শীত উধাও, আবার কেউ প্রশ্ন তুলেছেন ছবিগুলো আদৌ শীতকালের কি না।

এর আগেও নানা ফটোশুট ও অভিনয়ের মাধ্যমে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। বিশেষ করে ২০২৫ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ তার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। পাশাপাশি বেশ কয়েকটি নাটকেও তার সাবলীল অভিনয় আলাদা করে নজর কেড়েছে।

সব মিলিয়ে, শীতের মধ্যেও সাদিয়া আয়মান যেন নিজের স্টাইল আর উপস্থিতিতেই উষ্ণতা ছড়িয়ে দিচ্ছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর