[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ৭:৩০ পিএম

ঢালিউডের পরিচিত মুখ বিদ্যা সিনহা মিম ও তার জীবনসঙ্গী সনি

পোদ্দারের দাম্পত্য জীবনে যুক্ত হলো আরও একটি বছর। ৪ জানুয়ারি তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্মরণীয় মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
ছুটির আবহে তোলা ছবিগুলোতে মিমকে দেখা গেছে উজ্জ্বল কমলা রঙের লম্বা গাউনে, আর সনি পোদ্দার ছিলেন মিলিয়ে গাঢ় কমলা রঙের টি-শার্টে। সহজ ও স্বাভাবিক উপস্থিতিতেই দম্পতির মধ্যে পারস্পরিক ভালোবাসার প্রকাশ নজর কাড়ে।
ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে মিম জানান, তাদের ভালোবাসার সম্পর্ক আরও একটি বছর অতিক্রম করেছে—এই আনন্দই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও যে তিনি পরিপূর্ণ ও সুখী, সেটিও স্পষ্ট হয়ে উঠেছে এই পোস্টে।
উল্লেখ্য, ২০২২ সালের এই দিনেই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিনের সম্পর্কের পর তাদের বিয়ে সম্পন্ন হয়।
বার্ষিকীর পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও শোবিজ অঙ্গনের সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম। ব্যস্ত কাজের মাঝেও একসঙ্গে সময় কাটানোর এই মুহূর্তগুলো নেটদুনিয়ায় ইতিবাচক সাড়া ফেলেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর